https://www.emarazzak.blogspot.com

Monday, August 31, 2015

স্থায়ী কর্মে মনোনিবেশ করুন

যে কাজটি আপনি এখন করছেন মনে রাখতে হবে যে কাজটি যেন মৃত্যুর আগ পর্যন্ত করতে পারেন । যে পর্যন্ত কাজটি একাকি চলতে না পারে সে পর্যন্ত কাজটি ছাড়বেন না । আরথাত একটি গাছ বড় না হওয়া পর্যন্ত পরিচর্যা করুন । এক কাজ শেষ না করে অন্ন কাজ ধরবেন না । এক্তি দোকান অথবা ফাকতর‍্ী সম্পরন চালু হ্লে অন্ন এক্তি শুরু করুন ।

Sunday, August 30, 2015

লাভের জন্ন খুশি করুন ঘুরিএ কথা বলুন

যার সাথেই  কথা বলবেন সব সময় মনে রাখতে হবে সে যেন খুশি থাকে । আসল উদ্দেসহ যান্তে দিবেন না । ইহাতে দুজনেরই লাভ হবে ।

Saturday, August 29, 2015

মুখে না বুঝিয়ে কাজে বুঝিয়ে দিন

কথা একেবারেই কম বলে দ্রুত কাজ করতে থাকুন ; যে কাজ অপরকে দিয়া করাতে চান বা আসা করেন ; তা নিজে করে দেখান । মনে রাখতে হবে যে, কাজে টাকা আনে ও ধরমিয় কাজে সুখ আনে, প্রিথিবিতে বাচার জন্ন সুখ ও টাকা দুতুই দরকার ।

ইঞ্জিনিয়ার এম এ রাজ্জাক

Wednesday, August 26, 2015

মান নেই যার ধন নেই তার

আততসম্মান বোধহিন লোক জ্ঞানী ও ধনীা  হওয়ার আধিকার রাখে না। যে নিজের সম্মান রক্ষা করতে জানে না; সে আপরের সম্মান ও রক্ষা করতে পারে না।  

Tuesday, August 25, 2015

গম্ভিভাবে উচ্চারণ করুন

কথা বলার সময় স্পষ্ট করে আপেক্কাক্রিত জোরে শালীনতা বজায় রেখে গলার ভিতর থেকে ঝটপট বলতে হবে ।

Your Secrecy

SIXCLICK: Happy New Bangla Year-1420

SIXCLICK: Happy New Bangla Year-1420 : Happy New Year to everybody of the world. Today 1st Bhoishakh,1420, 14 April,Sunday 2013.Bangladesh f...