https://www.emarazzak.blogspot.com

Wednesday, April 26, 2017

Tuesday, April 25, 2017

ভগবানপুর গ্রামে বিদ্যুৎ নাই


সব ই ভাল কিন্তু বাসতবায়ন কই ? আমার গ্রামের জনগণ বহু বছর ( ব্রিগেডিয়ার এম এ মালেক সারের সময় হতে ) চেষ্টা করে এখনও বিদ্যুৎ আনতে পারেনি। বহুদিন আগে বিদ্যুৎ অদ্ভুদন হলেও এখন ও অনেক বাড়িতে মিটার লাগেনি। যেভাবে তারের অপচয়, জোরপূর্বক খুঁটি পুতা ও গাছ কর্তন করা হয়েছে , তাতে আমার সন্দেহ হয় যে ; এই লাইনের TENDER DRAWING, SHOP DRAWING, REVISION DRAWING AND AS-BUILT DRAWING ঠিক আছে কি ? যদি সব ই ঠিক থাকে তবে আমাদের এলাকার সব্বাইকে মিটার দিয়ে বিদ্যুৎ চালু করে দিবেন , যেহেতু মন্ত্রিপত্নি প্রকল্পটি উদ্ভুদন করেছেন। আমার সন্দেহ জনগণের খরচা এবং ভোগান্তির জন্ন প্রকাশ করলাম। দেশের, সমিতির ও জনগণের উন্নতির স্বার্থে আমার সন্দেহকে খমার দৃষ্টিতে দেখবেন।
<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- <script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></s -->
<ins class="adsbygoogle"
     style="display:inline-block;width:300px;height:600px"
     data-ad-client="ca-pub-3386844808323749"
     data-ad-slot="1364817759"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

Monday, April 24, 2017

ব্রিজ চাই


জাতির জনক বঙ্গ বন্ধু সেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাথে ঢাকা-আরিচা সংযোগ সড়ক ভগবানপুর-বাথুলি সড়কে গাজিখালিতে পাকা ব্রিজ চাই । ভগবানপুর গ্রামের এই ব্রিজটি অত্তন্ত গুরুত্তপূর্ণ এবং লক্ষ লক্ষ মানুষের প্রানের দাবি। ছুট একটি ব্রিজের জন্ন তিন-চারটি ইউনিয়নে উন্নয়নের ছুঁয়া লাগেনি এবং বঙ্গ বঙ্গু স্কুলে একটি ভাঙা ও সরু (পাতলা সিটের) ব্রিজ দিয়ে পায়ে হেঁটে আসতে ছাত্র ও শিক্ষকদের অনেক দুরভুগ পুহাতে হয়। মাননীয় প্রধান মন্ত্রীর কাছে ব্রিজটি বাস্তাবায়নের জন্ন জোর আবেদন জানাই।
ইঞ্জিনিয়ার এম এ রাজ্জাক
ভগবানপুর, মানিকগঞ্জ


জাতির জনক বঙ্গ বন্ধু সেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাথে ঢাকা-আরিচা সংযোগ সড়ক ভগবানপুর-বাথুলি সড়কে গাজিখালিতে পাকা ব্রিজ চাই । ভগবানপুর গ্রামের এই ব্রিজটি অত্তন্ত গুরুত্তপূর্ণ এবং লক্ষ লক্ষ মানুষের প্রানের দাবি। ছুট একটি ব্রিজের জন্ন তিন-চারটি ইউনিয়নে উন্নয়নের ছুঁয়া লাগেনি এবং বঙ্গ বঙ্গু স্কুলে একটি ভাঙা ও সরু (পাতলা সিটের) ব্রিজ দিয়ে পায়ে হেঁটে আসতে ছাত্র ও শিক্ষকদের অনেক দুরভুগ পুহাতে হয়। মাননীয় প্রধান মন্ত্রীর কাছে ব্রিজটি বাস্তাবায়নের জন্ন জোর আবেদন জানাই।
ইঞ্জিনিয়ার এম এ রাজ্জাক
ভগবানপুর, মানিকগঞ্জ.

<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({
    google_ad_client: "ca-pub-3386844808323749",
    enable_page_level_ads: true
  });
</script>

Saturday, April 22, 2017

SOME LAW OF FACEBOOK


অনেকেই লেখা দিচ্ছেন, খুব সুন্দর লেখা, সাথে ছবিও দিচ্ছেন ! হয়তো সে ছবিটি আপনার নিজেরই তোলা, কিন্তু সেটি লিখে দিচ্ছেন না । আবার অনেকে চমৎকার লেখার সাথে অসঙ্গতিপূর্ণ ছবি দিচ্ছেন !! এমন পোষ্ট আমরা গ্রুপে এপ্রুভ করতে চাচ্ছি না ।
অনেকে আবার সংগৃহীত ছবি দিচ্ছেন, সোর্স উল্লেখ করছেন না, অথবা লেখার সাথে সম্পর্কহীন ছবি দিচ্ছেন । খুব মান সম্মত লেখা হলেও গ্রুপের স্বার্থে এপ্রুভাল দিতে মন সাড়া দিতে চায় না ।
অনেকেই এক দিনে এক ঘন্টার মধ্যেই একাধিক পোস্ট দিচ্ছেন । অধিকাংশই ট্রল পোষ্ট । এই ব্যাপারেও সাবধানতা অবলম্বন করা উচিত ।
কেউ কেউ নিজের ছবি দিয়ে লেখা দিচ্ছেন, অন্যরা বিরক্ত হচ্ছে কিনা খেয়াল করছেন না ! এটাও ভাবনার বিষয় ।
বানানের দিকে সবাই একটু লক্ষ্য রাখবেন । ভুল বানানে ভরপুর অনেক ভালো লেখাও অনেক সময় বোধগম্য হয় না এবং বিরক্তির উদ্রেক করে ।
অন্যের লেখা নিজের নামে পোস্ট দিবেন না । নূন্যতম সৌজন্যতাবোধ থেকে মূল লেখকের নাম উল্লেখ করুন । ছবির ক্ষেত্রেও একই ফর্মূলা প্রযোজ্য । আর কিছু পারি বা না পারি, অন্তত "সংগৃহীত" শব্দটা ব্যবহার করতে শিখি ।
কারো ইচ্ছার বিরুদ্ধে অনুগ্রহ করে কাউকে গ্রুপে এ্যাড করা বিরত থাকবেন ।
আরেকটা কথা, আপত্তিকর কোন পোষ্টের বিষয়ে, কিংবা ছবি অথবা মন্তব্যের বিষয়ে যে কেউ চাইলে রিপোর্ট করতে পারেন, এডমিনদের দৃষ্টিগোচরীভূত করতে পারেন ।
এই পরামর্শগুলি আমার মত সামান্য ব্যক্তির মাথা থেকে বের হয়নি । ফেসবুকের খুবই জনপ্রিয় একটি গ্রুপ থেকে সংগ্রহ করা হয়েছে । আমি কিছুটা সংশোধন, পরিবর্ধন ও পরিমার্জন করে গ্রুপের স্বার্থে আপনাদের সামনে উপস্থাপন করেছি । আমরা চাইলেই অনুসরণ করতে পারি । আমি বিশ্বাস করি, এতে গ্রুপ অনেক শক্তিশালী হবে ।
উপরোক্ত কথাগুলি আমরা গ্রুপে এখনই কার্যকর করবো না । কারন আমাদের গ্রুপটির বয়স অত্যন্ত অল্প, আমরা এখনো "শিশু" পর্যায়ে রয়েছি । কিন্তু নিয়মগুলি মনে রেখে চললে কখনোই হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকবে না ।
আসুন, রুচি সম্মত ও আনন্দদায়ক বিনোদনে সবাই সন্তুষ্ট থাকি ।

Your Secrecy

SIXCLICK: Happy New Bangla Year-1420

SIXCLICK: Happy New Bangla Year-1420 : Happy New Year to everybody of the world. Today 1st Bhoishakh,1420, 14 April,Sunday 2013.Bangladesh f...