জাতির জনক বঙ্গ বন্ধু সেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাথে ঢাকা-আরিচা সংযোগ সড়ক ভগবানপুর-বাথুলি সড়কে গাজিখালিতে পাকা ব্রিজ চাই । ভগবানপুর গ্রামের এই ব্রিজটি অত্তন্ত গুরুত্তপূর্ণ এবং লক্ষ লক্ষ মানুষের প্রানের দাবি। ছুট একটি ব্রিজের জন্ন তিন-চারটি ইউনিয়নে উন্নয়নের ছুঁয়া লাগেনি এবং বঙ্গ বঙ্গু স্কুলে একটি ভাঙা ও সরু (পাতলা সিটের) ব্রিজ দিয়ে পায়ে হেঁটে আসতে ছাত্র ও শিক্ষকদের অনেক দুরভুগ পুহাতে হয়। মাননীয় প্রধান মন্ত্রীর কাছে ব্রিজটি বাস্তাবায়নের জন্ন জোর আবেদন জানাই।
ইঞ্জিনিয়ার এম এ রাজ্জাক
ভগবানপুর, মানিকগঞ্জ
No comments:
Post a Comment
Public