https://www.emarazzak.blogspot.com

Sunday, July 2, 2017

সমালুচনা

সমালুচনায় সাবধান হন :


নব বিবাহিত দম্পত্তি নতুন বাসা নিয়েছে।পরদিন সকালে তারা যখন নাস্তা করছিলো, মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেলো কাপড় শুকাতে দিয়েছে ঐ বাড়ির মহিলা।মেয়েটি বলে উঠলো " কাপড় পরিস্কার হয়নি,ঐ বাসার মহিলা ভালো করে কাপড় ধুঁতে জানে না, তার মনে হয় ভালো কোন কাপড় কাচাঁ সাবান দরকার।" মেয়েটির স্বামী সেদিকে তাকালো,কিন্তু নিশ্চুপ থাকলো।এভাবে প্রতিদিন যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিতো ততোবারই এই মেয়েটি একই মন্তব্য করতো।এভাবে মাস খানেক পর,সেই বাড়িতে সুন্দর পরিস্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বল্লো " দেখো অবশেষে উনি শিখেছেন কিভাবে ঠিক ভাবে কাপড় ধুতেঁ হয়।আমিতো ভাবছি কে তাকে শেখালো।" তখন স্বামী বলে উঠলো --- " শোন আজ ভোরে আমি আমাদের জানালার কাচঁ পরিস্কার করেছি।......
আমাদের জীবনটাও এমনই----
আমরা কোন কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার পরিচ্ছন্নতার উপর,যা দিয়ে আমরা দেখি। কোন সমালোচনা করার আগে আমাদের নিজেদের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়া প্রয়োজন।নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে, আমরা কি তার মাঝে ভালো কোন কিছু দেখতে চাই আদৌ? নাকি মানুষটার দিকে তাকাচ্ছি তার ভুলগুলো খুজেঁ<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3386844808323749"
     crossorigin="anonymous"></script>
<!-- emarmethod_sidebar-right-1_AdSense1_200x200_as -->
<ins class="adsbygoogle"
     style="display:inline-block;width:200px;height:200px"
     data-ad-client="ca-pub-3386844808323749"
     data-ad-slot="5090605318"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 
</script> বের করার জন্য। ( সংগৃহীত)

No comments:

Post a Comment

Public

Your Secrecy